Khoborerchokh logo

পীরগগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় মন্ডল প্লাস্টিক কোম্পানীকে জরিমানা 105 0

Khoborerchokh logo

পীরগগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় মন্ডল প্লাস্টিক কোম্পানীকে জরিমানা

মোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকে:

 রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর থিরার পাড়া এলাকায় গড়ে উঠা পরিবেশর জন্য ক্ষতিকর, একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান।


অভিযোগ রয়েছে, ওই এলাকার জনৈক শামিম মিয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পরিবেশের জন্য ক্ষতিকর মন্ডল প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্ল্যান্ট নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে টায়ার পোড়াচ্ছিলেন। এরই প্রেক্ষিতে ১৪ মে বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পীরগঞ্জ, রংপুর, অভিযান পরিচালনা করেন এবং এ সময়  মন্ডল প্লাস্টিক এন্ড রাবার রিসাইক্লিং ওয়েল প্ল্যান্ট কে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১২ ধারা লংঘন করায় ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com